শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল

RD | ২৭ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বহরমপুরের ভারপ্রাপ্ত সিজেএম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত এক  ডাক্তারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে বহরমপুরের ডেকে এনে মাদক মেশানো খাবার খাইয়ে তাঁকে ধর্ষণ করেন ওই জাক্তার। কলকাতা হাইকোর্টের নির্দেশে এ দিন অভিযুক্ত ডাক্তার বহরমপুরে সিজেএম আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 

বেলঘরিয়ার বাসিন্দা অভিযুক্ত ডাক্তারের সঙ্গে সমাজমাধ্যমে বেশ কয়েকবছর আগে মহিলার পরিচয় হয়। নির্যাতিতা কলকাতার বাসিন্দা। দীর্ঘদিন তাঁরা ফোনে এবং সমাজমাধ্যমে কথা বলার পর চলতি বছর অক্টোবর মাসে দেখা করেন। অভিযোগ সেই সময়ই বহরমপুর মেডিক্যাল কলেজে কর্মরত ওই চিকিৎসক তাঁর প্রেমিকাকে অচৈতন্য করে ধর্ষণ করেন। 

গত ৯ ডিসেম্বর বহরমপুর থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তারপর থেকেই পলাতক ছিলেন ওই ডাক্তার। এরপর আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন মঞ্জুর হয়নি। হাইকোর্টের নির্দেশ ছিল, নতুন করে বহরমপুরের সিজেএম আদালতে জামিনের আবেদন করতে হবে অভিযুক্ত ডাক্তারকে।

সেই নির্দেশ মোতাবেক এ দিন আইনজীবীকে সঙ্গে নিয়ে ওই ডাক্তার সিজেএম আদালতে আগাম জামিনের আবেদন করেন। কিন্তু ভারপ্রাপ্ত সিজেএম সেই আবেদন নাকচ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

অভিযুক্ত ওই ডাক্তারের আইনজীবী মনিশঙ্কর চ্যাটার্জি বলেন, "ডাক্তারের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তার কোনও মেডিক্যাল  এভিডেন্স নেই। কেবলমাত্র হোয়াটসঅ্যাপে দু'জনের মধ্যে কিছু মেসেজ চালাচালির মাধ্যমে যে কথাবার্তা হয়েছে তার উপর ভিত্তি করে এক মহিলা, ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।" মনিশঙ্করবাবুর দাবি,"গত ৮  অক্টোবর ডাক্তারের সঙ্গে ওই মহিলার কলকাতার একটি হোটেলে দেখা হয়েছিল। সেখানে তাঁরা একসঙ্গে খাওয়া দাওয়া করেন। তার প্রায় দু'মাস পর কেন তিনি কলকাতা থেকে  বহরমপুরে এসে ৯ ডিসেম্বর ধর্ষণের অভিযোগ করলেন তা কারও বোধগম্য হচ্ছে না। সত্যিই যদি ধর্ষণের মত কোনও ঘটনা হত তাহলে তিনি কেন সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হলেন না। আমরা নিম্ন আদালতের এই নির্দেশিকা নিয়ে জামিনের জন্য ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছি।"


#Murshidabad



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কালিম্পংয়ে অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি ও দোকান, দমকল ও সেনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

জিনাতের পাশাপাশি বাড়তি মাথাব্যাথা এবার দলমার দামালরা, সতর্ক বনদপ্তর...

লেগেছে ঘুমপাড়ানি গুলি, জিনাত কি শেষপর্যন্ত ঘুমালো? অপেক্ষায় বনদপ্তর...

রাস্তা ফাঁকা পেতে হুটার বাজিয়ে যাচ্ছিল আইসিইউ অ্যাম্বুল্যান্স, রোগীর অবস্থা দেখতে গিয়ে বড় পর্দাফাঁস পুলিশের ...

বারুইপুরের চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, ঝলসে গেলেন তিন জন, অবস্থা আশঙ্কাজনক...

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24